কৃষকের ক্যান্সার আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য

।। আল আমিন হুসাইন ।। ‘তার খাটুনি সার্থক হয়েছে। সে কি যেমন-তেমন খাটুনি! রোদ-বৃষ্টি মাথায় করে ক্ষেত চষো রে, ঢেলা ভাঙ্গো রে, ‘উড়া’ বাছো রে। তারপর বৃষ্টি হলে আর এক চাষ দিয়ে বীজ বোনো। পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, ‘বাছট’ করো। ‘বাছট’ করে খাটো চিকন গাছগুলোকে তুলে না ফেললে সবগুলোই টিঙটিঙে থেকে … Continue reading কৃষকের ক্যান্সার আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য